বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: কুর্মিটোলা গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গলফ ফেডারেশন কর্তৃক আয়োজিত রানার গ্রুপ ২৯-তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০১৪ উদ্বোধন হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাবে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম।