পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

স্টাফ রিপোর্টার: একই দিনে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশের ছেলে ও মেয়েরা। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রান করেছে ছেলেরা। আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪৩ রানে জিতেছে মেয়েরা। টস জিতে এদিন ফিল্ডিঙের সিদ্ধান্ত নেয় অতিথিরা। ভালোই শুরু করেছিলো তারা। ৩৩ রানে স্বাগতিকদের চার উইকেট তুলে নেয় পাকিস্তান। তবে মিডল অর্ডারের লতা মন্ডলকে নিয়ে ৩১ ও শায়লা শারমিনকে নিয়ে ৩৬ রানের সেরা জুটি গড়েন রুমানা আহমেদ। তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রানে আউট হলে শায়লার সাথে নুজহাত তাসনিয়ার ৩৩ রানের জুটিও ভালো অবদান রাখে। এছাড়া নুজহাত ২৬ ও শায়লা ২২ রান করেন। বাংলাদেশকে ১৫২ রানে ‍গুটিয়ে দিতে পাকিস্তানের পক্ষে কানিতা জলিল সবচেয়ে বেশি তিন উইকেট পান। দুটি নেন নিদা দার। ১৫৩ রানের লক্ষ্যে নেমে ব্যাটিং ধস নামে পাকিস্তানের। লতা ৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট পান। তিনটি নেন জাহানারা আলম ও দুটি অধিনায়ক সালমা খাতুনের দখলে। সফরকারীদের পক্ষে ৪০ রানের সেরা ইনিংস খেলেন আসমাভিয়া ইকবাল। আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৪৪ ওভার এক বলে ১০৯ রানে গুটিয়ে যায় তারা। দু ম্যাচের এ সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো বাংলাদেশের মেয়েরা।