অপসংস্কৃতি রুখতে নিজস্ব সংস্কৃতি চর্চার আহ্বান
মোমিনপুর প্রতিনিধি: বিদেশি অপসংস্কৃতি রুখতে নিজস্ব সুস্থ ধারার ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে। গতরাতে চুয়াডাঙ্গার মোমিনপুর সরিষাডাঙ্গায় বিশু শাহ ওরশ মোবারক ও বাউল মেলা উদ্বোধনকালে উদ্বোধক তথা প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন এ আহ্বান জানান।
প্রতিবছরের মতো এবারও বাউল মেলায় দূর-দূরান্ত থেকে অসংখ্য বাউল অংশ নিয়েছেন। বিশু শাহ’র ওফাত দিবস উপলক্ষে ২০ ফাল্গুন থেকে দু দিন ধরে চলে বাউল মেলা। দূর-দূরান্ত থেকে বাউলরাই শুধু আয়োজনে আসেন না, বিশু শাহ মাজার কমিটির উদ্যোগে দেশের সুনামধন্য বাউল শিল্পীদেরও পদচারণা ঘটে উৎসবে। এবারও ঘটেনি ব্যতিক্রম।
বিশু শাহ মাজার কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বাঙালির নিজস্ব সংস্কৃতি চর্চায় সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আউল বাউল লালনের দেশে বিশু শাহ মাজার কমিটি প্রতিবছর বাউল সঙ্গীতের আয়োজনের পাশাপাশি বাউল একাডেমী গড়ে তুলে বাউল সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, এনডিসি মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার মো. মুনিবুর রহমান, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন ও লোটাস, বাউলশিল্পী আব্দুল লতিফ শাহ, সিপি বাংলাদেশের এডিএম মোস্তাফিজুর রহমান বাচ্চু, সামাজিক উদ্যোগতা মোস্তাফিজুর রহমান মুক্ত, হোসেন শাহসহ অনেকে। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের বাউলের প্রতীক হিসেবে গামছা গলায় পরিয়ে দিয়ে সকলকে বাউল করে নেন অন্যতম আয়োজক মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। ফুল দিয়ে স্বাগত জানান বাউল একাডেমীর শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান। তিনি বাউল মেলা আয়োজনের মাধ্যমে সাম্পদায়িক মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অনুষ্ঠানের অংশ বিশেষ উপস্থাপনও করেন। সার্বিক সঞ্চালনের দায়িত্বে ছিলেনে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নিপুল। উদ্বোধন অনুষ্ঠানের পরপরই শুরু হয় বাউল সঙ্গীতের জমকালো আয়োজন। কুষ্টিয়ার বর্ষা, শিরিন, মৌসুমী, সালাম, আসলাম, আবদউর রহামান যেমন মাতিয়ে তোলেন, তেমনই চুয়াডাঙ্গার গর্ব বাউল আব্দুল লতিফ শাহ সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে তোলেন। স্বাগত সঙ্গীত পরিবেশনে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, আব্দুল লতিফ শাহ, হোসেন আলী শাহ, আসমাউল বাউলসহ অনেকে।
বাউল মেলার সঙ্গীত পরিবেশন পর্বে মাঝ রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অনুষ্ঠানের ধারাবাহিকতায় কিছুটা ছেদে পড়লেও উৎসব আমেজে বাউলদের মধ্যে তেমন কমতি ছিলো না। আজ দ্বিতীয় দিনেও খ্যাতনামা অনেকে শিল্পীই সরিষডাঙ্গার বাউল মেলায় সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।