ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক ট্রাক শ্রমিককে মারপিট করায় যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী মন্টু জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া নামক স্থানে একটি বেসরকারি রোড ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকদের সাথে যশোরগামী ট্রাকশ্রমিক আকতার হোসেনের সাথে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ঠিকাদার শ্রমিকরা ট্রাকশ্রমিককে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ শ্রমিকরা যশোর–ঝিনাইদহ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। এতে শ শ যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে প্রশাসন বিচারের আশ্বাস দিলে যানচলাচল স্বাবাভিক হয়।