বাহরাইনে আগুনে নিহতদের কুমিল্লার বাড়িতে শোকের মাতম

 

মাথাভাঙ্গা মনিটর: বাহরাইনের রাজধানী মানামায় শুক্রবার আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় তিন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দু বাংলাদেশির পরিচয় জানা গেছে। অপর জনের পরিচয় জানতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। নিহতরা হলেন- কুমিল্লার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩০), ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল গফুরের ছেলে জালাল উদ্দিন (৩০) এবং একই গ্রামের নাজিম মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩২)। কুমিল্লার ভারেল্লা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

এদিকে বাহরাইন থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানামার মাখারাকা এলাকার একটি দু তলা ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বিষয়ে অবহেলা ওই আগুনের কারণ। ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলেও তা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে ওই মাকারাকা এলাকাতেই আগুনে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছিলো।