মহান একুশে পালনের প্রস্তুতিসভায় দর্শনা প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

 

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের বিগত কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে ১০ ফেব্রুয়ারি যথা নিয়মে ওই দিনই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সাধারণসভা। সভায় সর্বসম্মতিক্রমে নেয়া হয় বেশ কয়েকটি সিদ্ধান্ত। পরে কন্ঠভোটে মনোনীত করা হয় ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন সাবেক কমিটির নেতৃবৃন্দ। সাবেক কমিটির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক হাজি আকমত আলী, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, অ্যাড. সুজাউদ্দিন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি ইয়াছির আরাফাত মিলন, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, হারুন রাজু, সহসম্পাদক চঞ্চল মেহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম ওসমান, জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, মনিরুজ্জামান সুমন, নজরুল ইসলাম, আহসান হাবীব মামুন, নুরুল আলম বাকু, মনজুরুল ইসলাম, আজিম উদ্দিন, আ. জলিল, রাজিব মল্লিক প্রমুখ। সভায় কমিটির সাবেক সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক ইকরামুল ইক পিপুলসহ নেতৃবৃন্দ দায়িত্বভার হস্তান্তর করেন আহ্বায়ক হারুন রাজু, যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন ও আজিম উদ্দিনের কাছে।