মেহেরপুরে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন

 

মেহেরপুর অফিস: গতকাল বৃহস্পতিবার মেহেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট ২০১৩-২০১৪ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ১৬১ রানে জয়লাভ করেছে।

প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর টেকনিক্যাল স্কুল ৪৩ ওভার ৩ বলে ২১৬ রান করে আউট হয়ে যায়। দলের পক্ষে শিথিল সর্বোচ্চ ৪৬ রান করে। উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুইট সর্বোচ্চ ৪ উইকেট লাভ করে। জবারে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় খেলতে নেমে ২২ ওভার ২ বলে মাত্র ৫৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মামুন সর্বোচ্চ ১৯ রান করেন। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুলের রিয়াজউদ্দিন ৪ উইকেট ও ৩১ রান লাভ করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। খেলায় মোট ৮টি বিদ্যালয় অংশ গ্রহণ করবে। এর আগে সকাল সাড়ে ৯টায় মেহেরপুর স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন খেলার উদ্বোন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হাসানুজ্জামান হিলোন, মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়াশিক্ষক আব্দুর রাজ্জাক, উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম জাকারিয়া প্রমুখ।