ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন শামসুর

স্টাফ রিপোর্টার: তিরে এসে জয়ের তরী ডোবা বাংলাদেশের জন্য কয়েকদিন ধরেই নিয়মিত। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে হেসেখেলে জেতার কথা থাকলেও হলো না। দুঃসহ স্মৃতি ভুলে এখন স্বাগতিকদের চোখ দ্বিতীয় ম্যাচে। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামছে তারা। দলের ওপেনার শামসুর রহমান জানালেন, এখনই হতাশ হওয়ার কিছু নেই। ভালো কিছুই হবে। বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের শামসুর বলেন, ‘দু ম্যাচ এখনও হাতে আছে। আম‍াদের ঘুরে দাঁড়ানো সম্ভব।’ বাংলাদেশের হাত থেকে ম্যাচ ফসকে যাওয়ার কারণ হিসেবে ভাগ্যকে দুষলেন গত ম্যাচে ফিফটি পাওয়া এ ডানহাতি, ‘কয়েকবার দল জয়ের কাছাকাছি গিয়েও হেরে গেলো। আসলে ভাগ্য পক্ষে না থাকায় অসুবিধা হচ্ছে। ম্যাচ ফসকে যাচ্ছে হাত থেকে।’ আগের ম্যাচে ৬৭ রানে লঙ্কানদের আট উইকেট নেয়ার পর কয়েকটি ক্যাচ মিসের মাশুল গুণতে হয়েছে দলকে। পাঁচবার হাতের মুঠো থেকে বের হয়ে গেছে বল। শামসুর বলেন,’৮০ রানে শ্রীলঙ্কা অলআউট হয়ে যেতে পারতো। কিন্তু কয়েকটি ক্যাচ মিস হয়ে গেলো। এছাড়া মাহমুদউল্ল‍াহ ও নাসির হোসেন আচমকা দ্রুত আউট হয়ে গেলো। আমার আউটও দুর্ভাগ্যজনক।’ দলের ছোটখাটো ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিকে তাকাতে চান এ নির্ভরযোগ্য ওপেনার,‘দলের খেলোয়াড়রা ছোটখাটো ভুল করছে। এটাই অসুবিধা। সেগুলো কমিয়ে আনতে হবে। ক্যাচ মিস করলে ব্যাটসম্যানরা কিন্তু আরও বড় ইনিংস খেলে ফেলে। এজন্য এই ভুলগুলো শোধরাতে হবে।’ দ্বিতীয় ম্যাচটি গুরুত্বের সাথে নিয়ে খেলতে চায় স্বাগতিকরা, ‘দলের সবাই সিরিয়াস হয়ে খেলবে। সবকিছু ভুলে সামনে তাকাতে হবে আমাদের।’ গত ম্যাচে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা চোট নিয়ে খেলতে পারেননি। তাদের নামার সম্ভাবনা আছে জানালেন শামসুর। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে টিম ম্যানেজমেন্টের আলোচনা সভার পর।