গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্তে শেষ পর্যন্ত ভোটের সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের গোপন ভোটের মধ্যদিয়ে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের সাথে গাংনীর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রার্থীদের সভা শেষে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বিএম মোজাম্মেলের কার্যালয়ে বেলা ১১টার দিকে সভা শুরু হয়।
সভাসূত্রে জানা গেছে, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌরমেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ ও জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহেল আহম্মেদসহ প্রার্থী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে একক প্রার্থী চূড়ান্ত বাধ্যতামূলক বলে জানান বিএম মোজাম্মেল। তাই আগামী ১০ ফেব্রুয়ারি গাংনীতে ভোটগ্রহণ হবে। সেখানে বিএম মোজাম্মেল উপস্থিত থাকবেন। উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, ইউনিয়ন ও গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, পৌরসভা এবং পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি,সম্পাদক এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সম্পাদক ভোট দিতে পারবেন। তবে এ প্রক্রিয়া নিয়ে এখনই শুরু হয়েছে নানান বিশ্লেষণ। আদৌ একই প্রক্রিয়া বাস্তবায়ান হবে কি-না তা দেখতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানালেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি।