আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গায় দাফন সম্পন্ন

ট্রেনে কেটে আহত অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছেন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নকশীকাঁথা ট্রেনে কেটে গুরুতর আহত অজ্ঞাতনামা ব্যক্তি অবশেষে মারা গেছেন। দীর্ঘ ৫ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলেন তিনি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অজ্ঞাতনামা ব্যক্তির ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে তার দাফন সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দমুখি নকশীকাঁথা টেনটি সকাল পৌনে ৭টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যাওয়ার প্রায় দু ঘণ্টা পর স্টেশনের পার্শ্ববর্তী রেলপাড়া এলাকায় ট্রেনলাইনের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। জিআরপি পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এলাকাবাসীর ধারণা তিনি নকশীকাঁথা ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। তার ডান হাতের কব্জি কাটা পড়ে ট্রেনে। আনুমানিক ৫০ বছর বয়সী ফর্সা লোকটির মুখে কাঁচা-পাকা খোঁচা খোঁচা দাড়ি। গায়ে কালো-ছাই রঙা জামা, শাদা রঙের গোলগলা গেঞ্জি ও পরনে ছাইরঙা ফুলপ্যান্ট ছিলো। হাত দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। হাসপাতালের এক কর্মচারীর ধারণা ছিলো অজ্ঞাতনামা ব্যক্তি হয়তো বা হিন্দু হবে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। হাসপাতালমর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, ট্রেনে কেটে নিহত অজ্ঞাতনামা ব্যক্তি মুসলমান। বিকেলে চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফন হয়।