ভালাইপুর মোড়ে ডাকাতির পর গ্রামে প্রবেশ : প্রতিরোধের মুখে পলায়ন

 

ভালাইপুর প্রতিনিধি: ভালাইপুর গ্রামে সশস্ত্র একদল ডাকাত প্রবেশ করলেও গ্রামবাসীর প্রতিরোধের মুখে দৌঁড়ে পালিয়েছে। এর আগে ভালাইপুর মোড়ের একটি দোকান থেকে সিগারেট ও নগদ টাকা ডাকাতি করে তারা। গতরাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড়ের চা দোকানী নূরুল ইসলাম দোকান বন্ধের প্রস্ততি নিচ্ছিলেন। দোকানের সামনের বেঞ্চে বসেছিলেন ইব্রাহিমপুরের আসলাম। তিনি ঢাকা থেকে কোচযোগে ফিরে দোকানে বসে কথা বলছিলেন। এ সময় ১২/১৪ জনের একদল ডাকাত দোকানে হানা দেয়। দোকানের সামনে বসে থাকা আসলামের নিকট থেকে নগদ ১ হাজার ২শ টাকা হাতিয়ে নেয়। দোকানী নূরুল ইসলামের দোকান থেকে নগদ ১ হাজার ৭শ টাকাসহ কিছু সিগারেট ডাকাতি করে ভালাইপুর গ্রামে প্রবেশ করে। গ্রামের মান্নানের দোকানের সামনে তখন গ্রামের বেশ কিছু ব্যক্তি অবস্থান করছিলেন। ডাকাতদল তাদেরকে হুমকি দিয়ে বাড়ি ফিরতে বলে। এরপর রাস্তায় ডাকাতদলের সামনে পড়ে গ্রামের ফুরাদ। তার বুকে ধারালো অস্ত্র ধরে ডাকাতদল। এ সময় গ্রামের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল রামনগর কলাবাড়ি মাঠের দিকে দৌঁড়ে পালায়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভালাইপুর গ্রামে পৌঁছান। অপরদিকে গোকুলখালী ফাঁড়ি পুলিশের ইনচার্জও সঙ্গীয় ফোর্স নিয়ে ভালাইপুর গ্রামে হাজির হন। ঘটনার বর্ণনা শোনেন। তবে গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতদলের তেমন কাউকে ধরতে পারেনি।