টিপ্পনী

 

খবর: (মহেশপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় ইট তুলে দিয়েছে গ্রামবাসী)

 

ভাঙা ইটের ভাঙা সড়ক

ও পথে আর চলবো না,

ঠিকাদারের টাকার গরম

কিছু কি তাই বলবো না?

 

ভালো ইটের রাস্তা হবেই

এখান থেকে টলবো না,

ভীষণ পচা ঠিকাদারের

বিরুদ্ধে কি জ্বলবো না?

 

হারামজাদা হলে কেন

দু কান ধরে মলবো না,

অসৎ লোকের মিষ্টি কথায়

কোনো রকম গলবো না।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment