চুয়াডাঙ্গায় বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে এমপি ছেলুন

উৎপাদন বৃদ্ধি করতে সকলকে আর সচেষ্ট হতে হবে

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের বোরো ধানের বীজ দেশের বিভিন্ন বিতরণ অফিসে প্রেরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ন’টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কৃষিক্ষেত্রে সারাদেশের মোট চাহিদার ২৫ ভাগ বীজ চুয়াডাঙ্গায় উৎপাদিত হয়ে থাকে। এ উৎপাদন আরো বৃদ্ধি করতে সকলকে আরো সচেষ্ট হতে হবে। চুয়াডাঙ্গা জেলা তথা সারাদেশের কৃষির সমৃদ্ধি অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অধিক বীজের উপপরিচালক তাজুল ইসলাম, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক রেজাউল করিম, পরিবহন ঠিকাদার সালাহউদ্দিন ও আবুল কালাম আজদসহ বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শ্র্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন পর্বে মোনাজাত পরিচালনা করেন বিএডিসি মসজিদের ইমাম ইবাদত হোসেন দাড়িয়া।