স্টাফ রিপোর্টার: ১৮০ পুরিয়া গাঁজাসহ চুয়াডাঙ্গা জিনতলাপাড়ার গাঁজাব্যবসায়ী সাইদকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা নিচের বাজারস্থ মাংসপট্টি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইদ ফেরি করে গাঁজা বিক্রি করছিলো বলে পুলিশ জানায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের জিনতলা মল্লিকপাড়ার শফিউদ্দিন মণ্ডলের ছেলে সাইদ (৪৫) এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা নিচের বাজার এলাকায় ফেরি করে গাঁজা বিক্রি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ১৮০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করেন। সাইদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।