জিন্সের প্যান্ট আর ছোট জামা পরে আধুনিক হওয়া যায় না

 

গাংনী প্রতিনিধি: জিন্সের প্যান্ট আর ছোট জামা পরে আধুনিক হওয়া যায় না। সারাদিন স্টার জলসার সিরিয়াল নিয়ে পড়ে থাকলে অপসংস্কৃতি ঘাড়ে ভর করবে। আধুনিক হতে হলে টেলিভিশনের খবর দেখতে হবে বিভিন্ন পত্র-পত্রিকা পড়তে হবে। এতে জ্ঞানের দ্বার উন্মোচিত হবে। নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালন বিষয়ক এক অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কুসুমের আত্মকথন নামের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। উপস্থিত ছিলেন সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, নারীনেত্রী নুরজাহান বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারীর অগ্রযাত্রার বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।