মাথাভাঙ্গা অনলাইন : সুন্দরবনের দুধমুখী এলাকায় দস্যু শীর্ষ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় দুই দস্যুকে আটক এবং আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে।
এসময় সেখান থেকে চারটি বন্দুক ও ৭৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মংলা কোস্টগার্ডের প্রধান অপারেশন কর্মকর্তা লে. মুফতি মাহমুদ খান জানান, সুন্দরবনের দুধমুখী এলাকায় দস্যু শীর্ষ বাহিনীর সদস্যরা নিয়মিত পেশাজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ড সোমবার ভোরে ওই এলাকায় অপারেশনে গেলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় কোস্টগার্ড আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়।
এসময় শীর্ষ বাহিনীর দুই সদস্যকে আটক করে কোস্টগার্ড। বাকি দস্যুরা গহিন বনে পালিয়ে যায়। পরে কোস্টগাড দস্যুদের আস্তানায় তল্লাশি করে মুক্তিপণের দাবিতে অপহূত চার জেলেসহ চারটি বন্দুক ও ৭৭ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করে।