দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার ভাঙন ও বন্যা কবলিত চিলমারী ইউনয়নের বিভিন্ন এলাকার ৫শ পরিবারের মধ্যে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর ও দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় বাজারে বন্যা কবলিত ৫শ পরিবারের মধ্যে জেলা পরিষদ কুষ্টিয়া ও সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের নিজস্ব তহবিল থেকে ১০ কেজি করে চাল ২ কেজি আলু ও নগদ ২শ টাকা পরিবারপ্রতি বিতরণ করা হয়। এরপর বেলা ৩টার দিকে ভবনন্দদিয়াড় বাজারে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর আসনের সংসদ সদস্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন হারেজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গেরিলা নজরুল ইসলাম, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মাস্টার প্রমুখ।