মাথাভাঙ্গা অনলাইন : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে চোরাচালানীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবি চোরাচালানীদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলিবর্ষণ করে। চোরাচালানীদের হামলায় কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আমীর আলী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাকাডাঙ্গা সীমান্তে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, চোরাচালানীদের হামলায় কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আমীর আলী আহত হয়েছেন। বিজিবি এ সময় নসিমন চালক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের নূরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে আটক করে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাযহার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে কলারোয়া উপজেলার বাকশা গ্রামের মইন ও তার ছেলে তুহিনের নেতৃত্বে একদল চোরাকারবারী ভারত থেকে চোরাই পথে ফেনসিডিল ও ইঞ্জিন ভ্যানভর্তি আপেল নিয়ে আসছিল।
এ সময় বিজিবির একটি টহল দল তাদের ধাওয়া করলে চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আমীর আলীর দাঁত ভেঙে আহত হয়। বিজিবি আত্মরক্ষার্থে এ সময় সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে কেউ হতাহত হয়নি।
আহত বিজিবি সদস্যকে সাতক্ষীরা-৩৮ বিজিবি হেডকোয়ার্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। বিজিবি সেখান থেকে নসিমন ভর্তি ২৭ কার্টন আপেল, ১১৩ বোতল ফেনসিডিল এবং নসিমন চালক জাহিদুল ইসলামকে আটক করে।
অপরদিকে সাতক্ষীরার কামাল নগর থেকে ৫০৮ পিস থ্রি-পিস আটক করেছে বিজিবি। আটক মালামালের মূল্য ২২ লাখ ছয় হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।