সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস

 

স্টাফ রিপোর্টার: মরসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। গতকাল শনিবার থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গতকাল শনিবার দুপুরে রাজধানীতে ১৮ মি. মি. বৃষ্টিপাত রেবর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর কয়েকটি রাস্তায় পানি জমে যায়।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৭২ ঘণ্টার অবস্থা সম্পর্কে  বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মরসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশের ওপর দিয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মরসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।