বিভিন্ন সংগঠনের শোক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী (মোহরার) সমিতির সদস্য ও রুপান্তর শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক জান মহাম্মদ (৪৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের গোরস্থানে মরহুমের নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দু ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের অকাল মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাজাহান মুকুল ও সাধারণ সম্পাদক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি খাজা উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, চুয়াডাঙ্গার রূপান্তর শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ নাজিম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক এমএ করিম গভীর শোক প্রকাশ করেছেন।
রূপান্তরের সাংগঠনিক সম্পাদক জান মহাম্মদের স্মরণে আগামী ৩০ আগস্ট শুক্রবার বাদ আছর চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় রূপান্তরের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের পরিচিত ও শুভান্যুধায়ীদেরকে ওই দোয়া মাহফিলে অংশ নিতে সভাপতি আহ্বান জানিয়েছেন।