ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরেছেন আলমডাঙ্গার ফরিদপুরের আজিবর রহমান

আলমডাঙ্গা ব্যুরো: ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরেছেন আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের আজিবর রহমান (৩৫)। প্রায় ১ সপ্তা আগে দুবাইয়ে বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল শুক্রবার ভোরে তার লাশ বাড়িতে পৌঁছেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত লাল চাঁদ মালিথার ছেলে আজিবর রহমান প্রায় ৪ বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে দুবাই পাড়ি জমান। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় ১ সপ্তা আগে কাজ করার সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

পারিবারিকসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মরহুমের লাশ বিমানে ঢাকায় পৌঁছায় এবং গত শুক্রবার ভোরে লাশ তার নিজ বাড়ি আলমডাঙ্গার ফরিদপুরে আনা হয়। সকাল ৮টার দিকে শেষে গ্রামের গোরস্থানে তার লাশ দাফন করা হয় বলে জানা গেছে।