২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যাকারীদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শফি উদ্দীন টিটু, যুগ্মসম্পাদক রিংকু জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহসম্পাদক ফয়সাল খান, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকতার, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সদস্য খালিদ, রুবেল, তুহিন, রিস্তাক, সঞ্চয়, সিহাব, বাপ্পি, সদর থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, রেদওয়ান আহমেদ রানা, আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা জীম, শিমুল, বিত্ত, জনি, বাদশা, ওয়াসিম, বক্কর, কাব্য, প্রান্ত, রাব্বি, ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, কলিন্স, আলিফনুর, ইসরাইল, টোকন, অভি, মুজাম, রানা, মানা, আসাদ, সাইমুন, সজল, শাওন, রকি, রাজন, রোকন, মালেক, আলহিম, শুভ, রেজওয়ান, সোহাগ, আলুকদিয়া ইউনিয়নের যুবলীগ সহসভাপতি রিন্টু জোয়ার্দ্দারসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল। বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।