দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বৃক্ষরোপণ প্রকল্প-২০১৫’র আওতায় দামুড়হুদা সদর ইউনিয়নস্থ চিৎলা গুচ্ছগ্রামে সরকারি ৫ একর খাসজমিতে বিভিন্ন প্রজাতির আমের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান।

চারা রোপণ শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেরা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সহসভাপতি রবিউল হোসেন, ওয়ার্ড আ.লীগ নেতা আবুল কাশেম, উপজেলা যুবলীগ নেতা মহাসিন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউপি সদস্য মাসুদ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, সাজাহান আলী, আ. মমিন, জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, নাজির জহির উদ্দিন মোহাম্মদ বাবুর প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সার্ভেয়ার গোলাম মোস্তফা ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।