সীমান্তে সচেনতনতা বৃদ্ধির লক্ষ্যে গাংনীতে বিজিবির মতবিনিময়

গাংনী প্রতিনিধি: সীমান্তে হত্যা বন্ধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচাররোধে সচেনতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলি বিজিবি ক্যাম্পের সামনে মতবিনিময়স করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ ও কাথুলি ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন। উপস্থিত ছিলেন- ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাথুলি সীমান্ত মাদকবিরোধী আন্দোলন কমিটির আহ্বায়ক সাহেব আলী সেন্টু, ধলা পুলিশ ক্যাম্পের আইসি এএসআই সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেজর মেহেদি হাসান।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সীমান্তে কোনো বাংলাদেশি জিরো পয়েন্ট অতিক্রম না করলে সীমান্ত হত্যা বন্ধ হবে। এছাড়াও সীমান্তে চোরাচালান, মাদক, শিশুপাচার রোধে বিজিবি, প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিওকর্মী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।