দর্শনা চেকপোস্টে সাংবাদিক মামুনের ওপর হামলা প্রেসক্লাবে প্রতিবাদসভা : থানায় মামলা

দর্শনা অফিস: দর্শনা জয়নগর চেকপোস্টে পেশাগত দায়িত্ব পালনকালে কথিত দালালচক্রের হাতে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিক আহসান হাবিব মামুন। মামুনের ওপরে হামলা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ভাঙচুর ও সাংবাদিকদের ওপরে হামলা এবং দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় দৈনিক আমাদের সংবাদ পত্রিকায় দর্শনা জয়নগর চেকপোস্টে কথিত দালাল জসিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। ওই দিন দুপুরে সাংবাদিক আহসান হাবিব মামুন মোটরসাইকেলযোগে দর্শনা চেকপোস্টে সংবাদ সংগ্রহ করতে গেলে কথিত দালাল জসিম, আশরাফ ও শাকের আলীসহ ৫-৬ জন ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মামুনের কাছে থাকা ক্যামেরা, দুটি মোবাইলফোন এবং ৪ হাজার ১৩০ টাকা ছিনিয়ে নিয়েছে। হামলাকারীদের হাতে গুরুতর আহত হয়েছেন মামুন। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান ও জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহাবুবুর রহমান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। মামুনের ওপর ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেফতার এবং এসএম ওসমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সহকারী ব্যুরো হানিফ মণ্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলোচনা করেন- প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়কারী মনিরুজ্জামান ধীরু, প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, নুরুল আলম বাকু, মনিরুজ্জামান সুমন, ইয়াছির আরাফাত মিলন, মাহমুদ হাসান রনি, আহসান হাবিব মামুন, আজিমুদ্দিন, মোস্তাফিজুর রহমান কচি, রাজিব মল্লিক, সাব্বির আলিম, মনজুর আহমেদ, জিল্লুর রহমান মধু, মেহেদী হাসান তুহিন প্রমুখ। সাংবাদিক মামুনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে গতকালই রাতে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।