শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষকের সম্পর্ক বন্ধুত্বের হতে হবে

অধ্যক্ষ উপাধ্যক্ষসহ জীবননগরে ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা এমপি টগর

 

জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ দু শিক্ষক একসাথে অবসরে গেলেন। এ উপলক্ষে গত রোববার কলেজ হলরুমে অধ্যক্ষ নিজাম উদ্দিন, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু তালেব ও নির্মল কান্তি বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাজি আলী আজগার টগর। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। বছরের শুরুতে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়াসহ প্রতিটি বিদ্যালয় ও কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে চলেছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ। প্রভাষক জসিম উদ্দিন জালালের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রভাষক খায়রুল বাশার, আমিরুল ইসলাম তারিক, পরিচালনা পর্ষদের সদস্য হারুনর রশিদ ও মিজানুর রহমান। বিদায়ী অধ্যক্ষ নিজাম উদ্দিন, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী আধ্যাপক আবু তালেব ও নির্মল কান্তি বিশ্বাস প্রমুখ।