দামুড়হুদার বাঘাডাঙ্গার গীর্জাপাড়ার খ্রিস্টানবাড়িতে দুর্বৃত্তদের হানা : পরপর ৬টি বোমা হামলা : গৃহকর্তা আলম গুরুতর জখম

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার বাঘাডাঙ্গার গীর্জাপাড়ার সংখ্যালঘু এক খ্রিস্টানের বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। এ হামলায় গৃহকর্তা আলম গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ওপর বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। কেউ কেউ ডাকাতির চেষ্টার কথা বললেও পুলিশের ধারণা নেপথ্যে অন্য কোনো কারণ থেকে থাকতে পারে।

জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গীর্জাপাড়ার সনৎ মণ্ডলের ছেলে আলম মণ্ডল একজন গরুব্যবসায়ী। গতকাল সোমবার দিনগত রাতে আলম মণ্ডল ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় ঘুমন্ত আলমের ওপর বোমা ছুড়ে মারে তারা। ঘটনার সময় বাড়ির লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনে গ্রামবাসী ছুটে এসে প্রতিরোধ সৃষ্টি করে। এ সময় আরেও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা মাঠের দিকে চলে যায়। মিনিট দশেকের মধ্যে সেখানে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়। পুলিশ-গ্রামবাসী যৌথভাবে দুর্বৃত্তদের ধাওয়া করে। কিন্তু তাদেরকে আটক করতে পারেনি। গ্রামের কয়েকজন জানায়, আলমের বাড়িতে ডাকাতির উদ্দেশেই বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। তবে কার্পাসডাঙ্গা ক্যাম্প ইনচার্জ এসআই জিয়াউল হক জানান, আলমের বাড়িতে ডাকাতির কিছু নেই। নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী জানায়, ঘটনার সময় ৬টি বোমার বিস্ফোরণ ঘটে। গৃহকর্তা আলমের মাজা ও শরীরের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়েছে। তবে পুলিশ ৪টি বোমা বিস্ফোরণের খবর স্বীকার করেছে। আহত আলমকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, মাসখানেক আগেও আলমের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে।