রাজপথে ঝাড়ু হাতে মোদি

 

মাথাভাঙ্গা মনিটর: গান্ধী জয়ন্তীতে ভারতের রাজধানীর রাজপথে পরিচ্ছন্নকর্মীদের সাথে ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ বছরের মধ্যে পরিষ্কার ভারত (Clean India) তৈরির লক্ষ্যে এ দিনরাজপথ ঝাড়ু দিলেন মোদী। গতকাল বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মদিনে সকালে হাতে ঝাড়ু তুলে নেন মোদি। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রচার। এক সপ্তা আগে থেকেই সরকারি দফতরের পুরনো আসবাব ও ফাইল সরিয়ে ফেলা হচ্ছিলো। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের মাত্র ৩২ দশমিক ৭০ শতাংশ বাড়িতে রয়েছে শৌচালয়। এ বছর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা গিয়েছে ভারতের বহু মানুষ এখনও খোলা আকাশের নিচেই মলত্যাগ করেন। এ দিন ক্লিন ইন্ডিয়া বক্তৃতায় মোদি বলেন, আজ থেকে পাঁচ বছর পর ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকীতে স্বচ্ছ ভারতই হবে তার জন্য সেরা উপহার।