ভারতের বিহারে মন্ত্রীর গাড়িতে আগুন

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিহার রাজ্যের ক্ষুব্ধ জনতা রাজ্যের এক মন্ত্রীর ওপর চড়াও হয়ে তার গাড়িটি আগুনে পুড়িয়ে দিয়েছে। গত সোমবার সন্ধ্যার ওই ঘটনার সময় সামান্য আঘাত নিয়ে রক্ষা পান তিনি। ক্ষুব্ধ লোকজনের ছোঁড়া পাথর তার গায়ে লেগেছে বলে বুধবার জানিয়েছে এনডিটিভি। বিহার মন্ত্রিসভার এ সদস্যের নাম বিনয় বিহারি (৪৮)। বিহারের প্রধান শহর পাটনা থেকে ১৫০ কিলোমিটার দূরে একটি ছোট শহরে এক সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। পূজা উপলক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন হুগলির জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পবন সিং। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত প্রায় ৫০ হাজার জনতা মঞ্চের চারপাশে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় উত্তেজিত একদল জনতা মন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং অজ্ঞাত ৫শ জনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্তে নিযুক্ত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা চন্দন কুমার কুশবাহা বলেছেন, মন্ত্রীর থুতনিতে একটি পাথরের আঘাত লেগেছে। কোনো অঘটন ঘটার আগেই আমরা তাকে ঘিরে ধরে লোকজনের মাঝ থেকে বের করে আনি। মঞ্চের কাছেই তার গাড়িটি রাখা ছিলো। চালক গাড়িটি সরিয়ে নেয়ার আগেই কেউ একজন পেট্রোল ঢেলে গাড়িটি পুড়িয়ে দেয়। জনতা লাঞ্ছিত করার সময় মন্ত্রীর জীবননাশের আশঙ্কা ছিলো বলে জানিয়েছেন তিনি।