যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধানের পদত্যাগ

মাথাভাঙ্গা মনিটর: প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালকের পদ ছাড়লেন জুলিয়া পিয়ারসন, গুরুত্বপূর্ণ এ সংস্থার প্রথম নারী প্রধান ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পরিচালক জেস জনসন গত বুধবার এক বিবৃতিতে তার পদত্যাগের কথা জানিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হোয়াউট হাউজের নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনা নিয়ে আগের দিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন পিয়ারসন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্যই তাকে পদত্যাগ করার আহ্বান জানান। এ চাপের মুখে সিক্রেট সার্ভিসের পরিচালকের দায়িত্ব গ্রহণের মাত্র ১৮ মাসের মাথায় সরে দাঁড়ালেন তিনি। যে সব ঘটনার জন্য তিনি তোপের মুখে পড়েছিলেন তার মধ্যে সবচেয়ে আলোচিত গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনা। ওই দিন ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী এক ব্যক্তি ছুরি নিয়ে হোয়াইট হাউজের বেড়া ডিঙিয়ে প্রেসিডেন্ট ওবামার বাসভবনের দিকে ছুটে যান। ওই ব্যক্তি হোয়াইট হাউজের পূর্ব দিকের একটি ঘরে প্রবেশের পর এক গোয়েন্দা কর্মী তাকে আটক করেন। গত মঙ্গলবার নিরাপত্তা সংশ্লিষ্ট কংগ্রেস কমিটির কাছে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক তৈরি হওয়ার পূর্ণ দায় স্বীকার করেন পিয়ারসন। হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, সিক্রেট সার্ভিসের সর্বোত্তম স্বার্থেই তার পদত্যাগ করা উচিত মনে করে পিয়ারসন পদত্যাগ করেছেন। পিয়ারসনের পদত্যাগের একদিন আগে প্রেসিডেন্টকে ঘিরে আরেকটি নিরাপত্তা ব্যর্থতার ঘটনা প্রকাশ পায়।