মেহেরপুরে সপ্তাব্যাপি সঙ্গীত কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমী মেহেরপুরের ব্যবস্থাপনায় মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সপ্তাব্যাপি সঙ্গীত কর্মশালার সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নূরুল আহমেদ, কর্মশালার মূলপ্রশিক্ষক নীলোৎপল সাধ্য, বিটিভির শিল্পী আশরাফ মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, মৌসুমী ঢালী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সপ্তাব্যাপি সঙ্গীত কর্মশালার প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী সাফিনাজ আরা ইরানী, খন্দকার জামশেদ আলী, ফৌজিয়া আফরোজ তুলি, রচনা, পূজাসহ স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।