বিজয় মেলার দিনক্ষণ না বাড়ানোর দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুস্থ মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে শুরু হওয়া বিজয় মেলার দিনক্ষণ বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ দাবিতে চুয়াডাঙ্গা টাউনমাঠ সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করা হয়। এতে অভিভাবক, পথচারী ও মাঠের আশপাশে বসবাসকারী খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন। মানববন্ধনের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ, জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা পৌর মেয়রের নিকট দাবি জানিয়ে অনুরোধ করা হয়েছে যাতে কোনোভাবেই মেলার দিনক্ষণ না বাড়ানো হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সার্কাস, ৱ্যাফেল ড্রসহ নানা আয়োজন রয়েছে। এতে শিক্ষার্থী ও উঠতি বয়সী তরুণরা বিপথগামী হচ্ছে বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। এ কারণে অভিভাবক মহল কোনোভাবেই মেলা বাড়ানোর পক্ষে নয়। গতকাল সকালে আনোয়ার হোসেন নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন, বিজয় মেলার নামে যে মেলা হচ্ছে তা হলো যুব সমাজ ও সাধারণ মানুষকে ধব্বংস করা।