পাকিস্তানে ৩ পোলিও কর্মীকে গুলি করে হত্যা

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুন প্রদেশের মানসেরাতে দু নারীসহ তিনজন পোলিও কর্মীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। প্রাথমিক তথ্য অনুযায়ী পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় কর্মীরা এ হামলার মুখে পড়ে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। স্থানীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর হামলার কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি। গত বছর সেপ্টেম্বর মাসে একই রকম হামলার মুখে পড়তে হয়েছিলো পোলিও কর্মীদের। তখন বেলুচিস্তানের আধাসামরিক বাহিনীর একজন সদস্য নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় পোলিও নির্মূলে টিকাদান কর্মসূচি পরিচালনা করছে।