পাঁচ বছরে অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: চীনের চেয়ে তিনগুণ বেশি অস্ত্র আমদানি করে এখন বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ভারত। গত পাঁচ বছরে সারা পৃথিবীতে যে পরিমাণ অস্ত্র কেনাবেচা হয়েছে তার ১৫ শতাংশ কিনেছে ভারত যা একই সময়ে চীনের আমদানি করা অস্ত্রের চেয়ে প্রায় তিন গুণ বেশি। সুইডেনের স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট প্রকাশিত তথ্যে ভারতের অস্ত্র আমদানির এ চিত্র উঠে এসেছে। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল এ চার বছরের হিসেব অনুযায়ী সারাবিশ্বে রফতানি করা অস্ত্রের সাত শতাংশের ঠিকানা ছিলো ভারত। গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক নিরাপত্তা বিশ্লেষক কোম্পানি আইএইচএস’র রিপোর্টে সৌদি আরবকে শীর্ষ অস্ত্র আমদানিকারক হিসেবে বলার পর এ তথ্য জানালো স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট। গত মাসে আইএইচএস জানিয়েছিলো, ২০১৪ সালে সৌদি আরব ছয় দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র আমদানি করেছে যেখানে ভারতের আমদানি করা অস্ত্রের মূল্য পাঁচ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার।