দেখা হলো কথা হলো পোপ আর কাস্ত্রোর

মাথাভাঙ্গা মনিটর: লাতিন আমেরিকার প্রথম পোপ ও ওই অঞ্চলে ২০ শতকের শেষ জীবিত বামপন্থি আইকন ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎ হল হাভানায়। কিউবা সফররত পোপ ফ্রান্সিস রোববার ৮৯ বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট কাস্ত্রোর বাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। দু দর্শনের দু নেতা এ সময় ধর্ম ও বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রায় ৪০ মিনিট কথা বলেন। কাস্ত্রোর স্ত্রী ও তার পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকটি খুব সহজ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বসুলভ পরিবেশে হয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোম্বার্ডি। পোপ কাস্ত্রোকে তার লেখা কয়েকটি ধর্মীয় বই এবং ফাদার আর্মান্দো লোরেন্তের লেখা নিয়ে তৈরি একটি সিডি উপহার দেন। ৭০ বছর আগে জেসুইট প্রিপ্রারেটরি স্কুলে পড়াকালে এই ফাদার লোরেন্ত কাস্ত্রোর শিক্ষক ছিলেন। নীল ও শাদা ট্র্যাকস্যুট পরা কাস্ত্রো পোপকে ফিদেল ও ধর্ম নামের তার সাক্ষাৎকারের একটি বই উপহার দেন। ১৯৮৫ সালের এ বইটিতে প্রকাশিত ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎকারগুলো নিয়েছিলেন ব্রাজিলের একজন পাদ্রি। কাস্ত্রোর সাথে সাক্ষাতের পর পোপ ফ্রান্সিস কিউবার প্যালেস অব দি রেভল্যুশনে গিয়ে ফিদেল কাস্ত্রোর ছোট ভাই ৮৪ বছর বয়সী কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সাথে বৈঠক করেন। দুজন প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেন। বড় ভাই ফিদেলের মতোই নাস্তিক রাউল ক্রুশবিদ্ধ যিশুর বিশাল আকৃতির একটি ভাস্কর্য উপহার দিয়ে পোপকে অবাক করে দেন; ভাস্কর্যে যিশুর পেছনে মাছধরার জাল ও বৈঠা আছে। এদিকে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তার আগমন ঘিরে দেশটির নগরগুলো জেগে উঠেছে। বিরাজ করছে উৎসবের আমেজ। নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে পোপের অপেক্ষায় লাখো মানুষ। পোপ এখন কিউবায় আছেন। আজ মঙ্গলবার ওয়াশিংটনের উদ্দেশে হাভানা ছাড়বেন তিনি।