পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের বায়েজীদ থানার জালালাবাদ মাঝিরঘোনা এলাকায় পাহাড় ধসে মা-মেয়ে মারা গেছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে বৃষ্টির সময় জালালাবাদ ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বেলা একটার দিকে ধসে পড়া মাটির নিচ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। নিহত মা পারভিন আক্তার (৩০) এবং তার ছয় বছর বয়সী মেয়ের নাম ঊর্মি আকতার সাথী। পারভীনের স্বামী আবুল খায়ের শহরতলিতে চলাচলরত বাসের চালকের সহকারী। তাদের দু মেয়ে ও দু ছেলে। নিহত ঊর্মি এ দম্পতির সন্তানদের মধ্যে তৃতীয়। পারভীন আক্তার অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। আবুল খায়ের বলেন, এক বছর আগে এক আত্মীয় নগরের জালালাবাদ পাহাড়ের পাদদেশে তাদের বিনাভাড়ায় থাকতে দেন। তারা পাহাড়ের পাশে দু কক্ষবিশিষ্ট একটি টিনের ঘরে থাকতেন। গতকাল সকালে তার স্ত্রী পারভীন রান্নাঘরে কাজ করছিলেন। মেয়ে ঊর্মিও তখন সেখানে ছিলো। তিনি ও তাদের দু সন্তান আরেক ঘরে ছিলেন। বড় সন্তান কাজে যাওয়ায় এ সময় বাড়িতে ছিলো না। পাশের পাহাড় ধসে রান্নাঘরের ওপর পড়লে মাটির নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়।