জাপানে ৮০ বছর বয়সী উর্ধ্ব মানুষ এক কোটি

মাথাভাঙ্গা মনিটর: জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে ৮০ বছরের উর্ধ্বে জৈষ্ঠ্য নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে  এক কোটিতে। যা মোট জনসংখ্যার শতকরা ৭ দশমিক ৯ শতাংশ। জাপানের আন্তঃসংযোগ মন্ত্রণালয়ের এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আর এজন্য সোমবার দেশটিতে জাতীয় বৃদ্ধ দিবস পালন করা হচ্ছে। মন্ত্রণালয়ের জরিপে কর্মকর্তারা বলছে, এ এক অবিস্মরণীয় রেকর্ড। বৃদ্ধদের সংখ্যা এর আগে এতো বয়সের খুব কমই ছিলো। বর্তমানে ৬৫ বছরের উর্ধ্বে রয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার মানুষ। যা মোট জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশ। এটিও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাওয়ায় অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়ছে। বৃদ্ধদের প্রতি মাসে পেনসন বাবদ সরকারকে মোটা অঙ্কের অর্থও দিতে হচ্ছে। সম্প্রতি আরো একটি জরিপে দেশটির ৮৯ শতাংশ মানুষ মনে করে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। নিম্নমৃত্যু ও জন্মহারের কারণে আগামী ২০৬০ সালের মধ্যে বর্তমান লোক সংখ্যা ১২ কোটি ৭৩ লাখ থেকে কমে ৮ কোটি ৭ লাখে পৌঁছবে বলে এক জরিপে দাবি করা হয়েছে। ওদিকে আন্তঃসংযোগ মন্ত্রণালয়ের করা জরিপে দেখা যাচ্ছে, ৬৫ বছরের উর্ধ্বে পুরুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লাখ ২০ হাজারে।