জেলা পর্যায়ে লড়াইয়ের ইয়েস কার্ড পেলো আরো ২০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আই-জেন ২০১৫’র বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে লড়াইয়ের ইয়েস কার্ড পেয়েছে। বিদ্যালয় দুটি হচ্ছে চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা আদর্শ বিদ্যালয়।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান আই-জেন উৎসবের উদ্বোধন করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রউফুন নাহার এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক শারমিন আক্তার। এ বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দুপুর একটায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আই-জেন ২০১৫ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. নূর হোসেন। আইসিটি শিক্ষক রুমানা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি। এ বিদ্যালয়ের ২৭৮ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে দুটি বিদ্যালয়ে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রথম আলো বন্ধুসভার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি শাখার সভাপতি আব্দুল ওহাব। বন্ধুসভার জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা তাকে সহযোগিতা করেন।