জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ ৩ মাদকব্যবসায়ীর জেলা জরিমানা

 

জীবননগর ব্যুরো: মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মহিলাসহ আটক ৩ মাদকব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল বুধবার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ ৩ মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারা ও অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জীবননগর কাশিপুরের জামিলা বেগম ও রাজু এবং আন্দুলবাড়িয়ার রফিক মাদকদ্রব্য ব্যবসার পাশাপাশি নিজেরা মাদক সেবন করে থাকেন। দীর্ঘ দিন ধরে তারা নির্বিঘ্নে এ ব্যবসা ও সেবন চালিয়ে আসছিলেন। গতকাল কাশিপুরের জামিলা বেগম ও রাজু এবং আন্দুলবাড়িয়ার রফিককে মাদকদ্রব্যসহ আটক করে ভ্রাম্যমাণ আদালসে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তারা সকলে তাদের দোষ স্বীকার করায় জামিলা বেগমকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড, রাজুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারদণ্ডাদেশ এবং আন্দুলবাড়িয়ার রফিককে ১ বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও  ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশের নির্দেশ প্রদান করেন। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।