চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

 

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চলনায় ছিলেন যুগ্মআহ্বায়ক শফিকুল ইসলাম। সভায় সিনিয়র আইনজীবী মোল্লা আব্দুর রশীদ মোল্লা (জিপি), মো. মনিরুজ্জামান, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, শাহ আলম, মহা. শামসুজ্জোহা (পিপি) ও আকসিজুল ইসলাম রতনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

১৫ পদে  সম্মিলিত আইনজীবী সমন্বয়  পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি- নুরুল ইসলাম, সহসভাপতি শাহাজাহান আলী ও মামুন আক্তার, সাধারণ সম্পাদক মহা. শামশুজ্জোহা , যুগ্মসাধারণ সম্পাদক রবিউল হক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী এবং সদস্য গিয়াস উদ্দিন, ওয়ালিউল ইসলাম, আনারুল হক,  নাসির উদ্দিন (৩), সুজা উদ্দীন, আবু তালেব বিশ্বাস, সামসুল আরেফিন ভুট্টো, আবু তালেব ও নাসিম উদ্দীন। নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুরী গত ১ নভেম্বর  জেলা আইনজীবী সমিতির নির্বাচনের-২০১৭ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আজ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারের সংখ্যা ১৬৮ জন।