চুয়াডাঙ্গায় এক নারী মাদকব্যবসায়ীর জেল-জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম নারী মাদকব্যবসায়ী আছমা বেগমকে (৩৮) দু বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আছমা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ এপ্রিল দর্শনা তদন্তকেন্দ্রের পুলিশ দর্শনা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনীর সামনে থেকে থেকে ৫ বোতল ফেনসিডিলসহ আছমাকে আটক করে। ওই ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আছমার বিরুদ্ধে দামুড়হুদা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ জুন এসআই চিরঞ্জিত দাস আসামি আছমার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারকার্য চলাকালে আছমা আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে। ছয়জনের স্বাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামি রাসেলের বিরুদ্ধে উল্লিখিত সাজার আদেশ দেন।