গাংনীর কড়ুইগাছিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের তামালতলার মাঠে জগলুর রহমানের জমি দখল করে জোরপূর্বক গাছ কাটার ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে ওই গ্রামের আব্দুর রশিদ ৩৫টি সেগুন গাছ কেটে নেয় বলে অভিযোগ গাছ মালিকের। গতকাল মামলা দায়ের করেছেন গাছ মালিক।

জগলুর রহমান জানান, তিনি ১৯৮৪ সালের দিকে চাচাতো ভাই মহুরের কাছ থেকে কড়ইগাছি মৌজার ৩৭০ নং খতিয়ানের ৭৪২ নং দাগের ১৭ শতক জমি কেনেন। জমিতে বৃক্ষরোপণ করেন তিনি। গত শুক্রবার একই গ্রামের আব্দুর রশিদ জমিটি নিজের দাবি করে ওই ক্ষেতের গাছ কেটে নেয়। বাধা দিতে গেলে তার ওপর চড়াও হলে তিনি পালিয়ে রক্ষা পান। জমির মালিকানার বিষয়ে রশিদের কোনো কাগজপত্র নেই। তাই প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছেন তিনি।

এদিকে জমিটি নিজের দাবি করে আব্দুর রশিদ জানান, তার পালিত মা রাহাতন নেছা তার নামে জমিটি রেজিস্ট্রি করে দিয়েছিলেন। মালিকানা নিষ্পত্তির বিষয়ে পুলিশ ক্যাম্প ও স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার জন্য বসা হলেও জগলুর উপস্থিত হননি।