চুয়াডাঙ্গার নেহালপুরে ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আ.লীগ নেতা সুজাহান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোনার বাংলা গড়তে হলে আ.লীগের সর্বস্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ, জাতি ও দলের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আমি নেতা নই, একজন সেবক হিসেবে আপনাদের সেবা করে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই। বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে দলে এখন সুদ্ধি অভিযান চলছে। দল কারো একক সম্পত্তি না। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ আজ বিশে^র দরবারে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। গ্রাম আজ শহরে পরিণত হতে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আ.লীগের সংগঠনকে আরও সুসংগঠিত করে গড়ে তুলতে হবে। ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেহালপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক হাবিবুর রহমান কাজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক স¤পাদক ও আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেতা অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, নেহালপুর ইউনিয়ন আ.লীগের যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান, আ.লীগ নেতা আব্দুল বারি বিশ^াস, আব্দুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক মোহাম্মদ জানিফ, যুগ্ম-স¤পাদক জাকির হুসাইন জ্যাকি, সজল, জাহাঙ্গীর, ওয়াশিম। এছাড়াও উপস্থিত ছিলেন, বাবলু মোল্লা, মতি, সামসুল, জিল্লুর রহমান জুলমত, আনোয়ার, ইসমাইল, নয়ন, লাবু, আব্দুল মালেক, কাছেদ, মকলেচ, মিলন, ফারুক, আসাদুল, সবুর, মিন্টু, ফজলুল হক, সেলিম, সাইফুল, আতিয়ার, আব্দুল্লা, করিম, আত্তাব, জহির, নেকবার, মফি, আজগার, নুরু, ফরজ, তাছের আলী, হালিম, নুরুজ্জামান, কালাম, মুক্তার, টিটু, সাইদুর, আরজুল্লা, হারুন, মজনু, রতন, আরিফুল, জাহাঙ্গীর, বেল্টু, জাহিদুল, শ্রী সাধন, ছানোয়ার, সাজেদুর, লক্ষ্মীরাম, জব্বার, আবুল হোসেন লাবু প্রমুখ। আলোচনা শেষে ১নং ওয়ার্ডে শরিফ মল্লিককে সভাপতি, সামসুল হককে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে মইনুল ইসলাম শান্তিকে সভাপতি, রেজাউল বিশ^াসকে সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে ফজলুর রহমানকে সভাপতি, ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।