গুলি করে ইরাকি জঙ্গি বিমান বিধ্বস্তের দাবি আইএসের

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের আনবার প্রদেশের রামাদি শহরের উত্তর দিকে একটি ইরাকি জঙ্গি বিমান গুলিতে বিধ্বস্ত করার দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)। গতকাল বৃহস্পতিবার নিজেদের একটি ট্যুইটার অ্যাকাউন্টে এ দাবি জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। আইএস বিরোধী সুন্নি বাহিনী সাহবা জানিয়েছে, ইরাকি বিমান বাহিনীর রাশিয়ার তৈরি একটি সুখোই-২৫ জঙ্গি বিমানকে তারা রামাদির উত্তরে জলন্ত অবস্থায় বিধ্বস্ত হতে দেখেছে। সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস প্রতিবেশী সিরিয়ার বিশাল অংশসহ ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখল করে রেখেছে। এদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী ও ইরানসমর্থিত শিয়া বেসামরিক বাহিনীর উপর নির্ভর করছে ইরাকি সরকার। আইএসের ট্যুইটার সাইটে বলা হয়েছে, রামাদির উত্তরের এলাকাগুলোতে হামলা চালানোর সময় ওই জঙ্গি বিমানটিকে গুলি করা হয়। গত মাসে উত্তর ইরাকের গুরুত্বপূর্ণ শহর আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে নেয় আইএস জঙ্গিরা।