চীনে মুসলমানদের রোজা রাখতে নিষেধাজ্ঞা

 

মাথাভাঙ্গা মনিটর: চীনের মুসলিম প্রধান এলাকা জিনজিয়াংয়ে রোজা রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি চাকরিজীবী, ছাত্র ও শিক্ষকদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিনজিয়াংয়ের বোল কাউন্টির সরকারি ওয়েবসাইটে নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরে বলা হয়েছে, চলতি সপ্তায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বলা হয়, রমজানে কেউ খাওয়া-দাওয়া থেকে বিরত, রাত্রি জাগরণ বা ধর্মীয় কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারবে না। এর আগে জিনজিয়াংয়ের জিংহে কাউন্টির খাদ্য ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসে খাবারের দোকানগুলোকে খোলা রাখার নির্দেশ দেয়া হয়। তবে ধর্মীয় মাস উপলক্ষে চীন সরকারের মানবাধিকার সংস্থাগুলো এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। এ ধরনের সিদ্ধান্তকে বর্ণবাদী বলে মন্তব্য করেছে তারা। এদিকে তারবাগতয় (তেচাং) শহরের শিক্ষা ব্যুরো রমজানে শিক্ষার্থীদের রোজা রাখা, নামাজ পড়াসহ ধর্মীয় কার্যকলাপ থেকে বিরত রাখতে স্কুল কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে। জিনজিয়াং শিক্ষা ব্যুরোও তাদের ওয়েবসাইটে এ ধরনের নির্দেশনা জারি করেছে।