যুক্তরাষ্ট্রে গির্জায় ঢুকে গুলি : নিহত ৯

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটনের একটি ঐতিহাসিক আফ্রিকান-আমেরিকান গির্জায় গুলি করে নয়জনকে হত্যা করেছেন এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। গত বুধবার রাতের এ ঘটনাকে বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ বলে বর্ণনা করেছেন চার্লসটনের পুলিশ প্রধান গ্রেগরি মুলেন।
এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে মুলেন জানিয়েছেন, গির্জার ভিতরে গুলিবিদ্ধ আটজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারী পলাতক। তার খোঁজে তল্লাশি অব্যাহত থাকার কথা জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পুলিশের জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী জিন্সের প্যান্ট, মাথায় টুপিওয়ালা ফ্লানেলের শার্ট  ও বুট জুতা পরিহিত ২১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণ। চার্লসটন পুলিশ দপ্তরের মুখপাত্র চার্লস ফ্রান্সিস জানিয়েছেন, রাত ৯টার দিকে ইমানুয়েল এএমই গির্জায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে।