খুলনা বিভাগের প্রতিটি জেলার শ্রেষ্ঠ আয়কর দাতা ও করবাহাদুর পরিবারের মধ্যে সম্মাননা প্রদান

রিপোর্টার: খুলনা বিভাগের প্রতিটি জেলার শ্রেষ্ঠ আয়কর দাতা ও করবাহাদুর পরিবারগুলোকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা মহিলা কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
চুয়াডাঙ্গায় করবাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি পেয়ে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেছেন সমবায় নিউ মার্কেটের ব্যবসায়ী একেএম সালাউদ্দিন মিঠু। তিনি কবরী রোড আরামপাড়ার মরহুম গোলাম রসুলের ছেলে। এছাড়াও চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ করদাতা হিসেবে মনোনীত হয়ে সম্মাননা সনদ গ্রহণ করেছেন আলী রেজা সজল, লিবার ব্রাদার্সের চুয়াডাঙ্গা ডিলার ও তাছলিম আহমেদ। অপরদিকে মেহেরপুরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ আয়করদাতা হলেন ঠিকাদার আব্দুল হান্নান। তিনি মেহেরপুর শহরের হোটেল বাজারপাড়ার বাসিন্দা। এছাড়াও সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মেসার্স জনি এন্টার প্রাইজের মালিক শাবাজ উদ্দিন আয়কর প্রদান করে ক্রেস্ট গ্রহণ করেন।