আলমডাঙ্গার রংপুরে ৩৮তম লালন সাংস্কৃতিক বাউল মেলা অনুষ্ঠিত

 

 

অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের পদচারণায় মুখর দীনকুঠির প্রাঙ্গ

মোমিনপুর প্রতিনিধি: প্রতিবছরের মতো এবারও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামে ছানোয়ার শাহের দীনকুঠির প্রাঙ্গণে গত রোববারে ৩৮তম লালন দু দিনব্যাপি বাউলমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত রোববার উদ্বোধন এবং সোমবার সম্পন্ন হয়। সাধুসঙ্ঘের শ শ ভক্ত ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দরবেশ ছানোয়ার শাহর দীনকুঠির প্রাঙ্গণ। উদ্বোধন করেন খাদিমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল। আব্দুল মজিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন দরবেশ ছানোয়ার শাহ, খাদিমপুর ইউনিয়ন আ.লীগ সহসভাপতি হান্নান জোয়ার্দ্দার। লালন সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আয়োজনে দরবেশ ছানোয়ার শাহ এবং রংপুর গ্রামবাসীর যৌথভাবে সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন বাউলশিল্পী রেশমা, বাউল আহসান, জুড়োন, মতিয়ারসহ অনেকে।