চুয়াডাঙ্গায় পিএইচপি-কোরআনের আলো প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির আয়োজনে চুয়াডাঙ্গায় পিএইচপি-কোরআনের আলো প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল তিনটায় বড় বাজার বায়তুন নুর জামে মসজিদে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৮ জন প্রতিযোগীর মধ্যে তিনজনকে ঢাকায় মূল প্রতিযোগিতার ইয়েসকার্ড দেয়া হয়। ওই তিনজন হচ্ছে- আলমডাঙ্গার লক্ষ্মীপুরের হাফেজ দারুল উলুম বুজরুকগড়গড়ি মাদরাসার আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা কোর্টপাড়ার হাফেজ কারী দারুল উলুম বুজরুকগড়গড়ি মাদরাসার সোহেল রানা ও চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দিন ইসলামিয়া মাদরাসার হাফেজ আবু জাহিদ।

অনুষ্ঠানের মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. ইসমাইল। স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেন বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু শামা।