আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ইমামের জরিমানা

 

 

মনির মুহাম্মাদ: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল বাল্যবিয়ে ও জালকাবিন রাখার অপরাধে খাদিমপুরের ইমাম জাহাঙ্গীর আলমের এক হাজার টাকা মুচলেকা আদায় করেন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের পশ্চিমপাড়ার মন্টু মিয়ার ৭ম শ্রেণিতে পড়ুয়া ফারহানা খাতুন মুন্নিকে (১২) গত শুক্রবার জোরপূর্বক বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি নিলে গ্রামের কাজি মেয়ের বয়স অল্প হওয়ায় বিয়ে পড়াতে রাজি না হলে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম নকল কাবিন তৈরি করে মুন্নির বিয়ে সম্পন্ন করেন। খবর পেয়ে গতকাল দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফ আলম ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাল্যবিয়ে নিরোধ আইনের ৫ ধারা মোতাবেক বাল্যবিয়ে দেয়া এবং জালকাবিন তৈরি করার অপরাধে এক টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।